শনিবার ১৯ জুলাই ২০২৫ - ০০:১০

 হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

اِمْشَبِیْ را شَهِ دِیْنْ دَرْ حَرَمَشْ مِهْمَانْ اَسْتْ
এমশাবী র শাহে দ্বীন্ দার্ হারামাশ্ মেহ্ মনাস্ত্
আজ রাতে (আশুরার রাতে কারবালায়) আছেন শাহে দ্বীন (ধর্মের অধিপতি ইমাম হুসাইন) স্বীয় হারামে (কোনো ব্যক্তির সংরক্ষিত এলাকা বা অঞ্চল : একান্ত ব্যক্তিগত সংরক্ষিত ভবন বা বসতবাড়ি যাতে অন্যের প্রবেশ নিষেধ) মেহমান
مَکُنْ اَیْ صُبْحْ طُلُوْعْ،مَکُنْ اَیْ صُبْحْ طُلُوْعْ،
মাকোনেই সোব্ হ্ থোলূ' মাকোনেই সোব্ হ্ থোলূ'
হে প্রভাত! হয়ো না উদিত ; হে প্রভাত! হয়ো না উদিত
عَصْرِ فَرْدَا بَدَنَشْ زٍیْرٍ سُمِ اَسْبَانْ اَسْتْ
আসরে ফার্ দ বাদানাশ্ যীরে সোমে আস্ বনাস্ত্
আগামী কাল অপরাহ্নে হবে তাঁর পবিত্র বদন (দেহ) অশ্ব খুর তলে পিষ্ঠ ও দলিত
مَکُنْ اَیْ صُبْحْ طُلُوْعْ،مَکُنْ اَیْ صُبْحْ طُلُوْعْ،
মাকোনেই সোব্ হ্ থোলূ' মাকোনেই সোব্ হ্ থোলূ'
হে প্রভাত! হয়ো না উদিত ; হে প্রভাত! হয়ো না উদিত
اِمْشَبِیْ را شَهِ دِیْنْ دَرْ حَرَمَشْ مِهْمَانْ اَسْتْ
এমশাবী র শাহে দ্বীন্ দার্ হারামাশ্ মেহ্ মনাস্ত্
আজ রাতে (আশুরার রাতে কারবালায়) আছেন শাহে দ্বীন (ধর্মের অধিপতি ইমাম হুসাইন) স্বীয় হারামে (কোনো ব্যক্তির সংরক্ষিত এলাকা বা অঞ্চল : একান্ত ব্যক্তিগত সংরক্ষিত তাঁবু , ভবন বা বসতবাড়ি যাতে অন্যের প্রবেশ বিনা অনুমতিতে নিষিদ্ধ ) মেহমান
مَکُنْ اَیْ صُبْحْ طُلُوْعْ،مَکُنْ اَیْ صُبْحْ طُلُوْعْ،  حُسَیْنْ
মাকোনেই সোব্ হ্ থোলূ' মাকোনেই সোব্ হ্ থোলূ'  হুসাইন 
হে প্রভাত! হয়ো না উদিত ; হে প্রভাত! হয়ো না উদিত।
........হুসাইন 
অনুবাদ: মুহাম্মদ মুনীর হুসাইন খান 
৬ মুহররম,১৪৪৭,কোম
এই নওহা (শোকগাঁথা) শোনার জন্য নীচে ক্লিক করুন:
نوحه مکن ای صبح طلوع https://share.google/uthao1dJPBsIcrTUs
বিশেষ দ্রষ্টব্য: প্রসিদ্ধ এই নওহা (শোকগাঁথা) প্রতিবছর ১০ মুহররম আশুরার রাতে সমগ্র ইরানের শোক মজলিস সমূহে পাঠ ও মাতম করা হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha